সায়েন্সল্যাব থেকে শাহবাগ সমাবেশ করবে শিবির

ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রার সমর্থনে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক সিয়াম উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলের বর্বর হামলা ও অবৈধভাবে আটকের তীব্র নিন্দা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো ইসরায়েলকে তার অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা এবং বহরের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষত মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতিও এই ঘটনার তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
জেইউ/এমজে