‘ত্রাণবাহী জাহাজ আটক করে ইসরায়েল বিশ্ববিবেকের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে’

ফিলিস্তিনের গাজাবাসীর জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া ফ্লোটিলা নৌবহরে নিরস্ত্র ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের ভীতি প্রদর্শন, গ্রেপ্তার ও বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বার্তায় দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, গাজা অভিমুখী নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
তিনি বলেন, সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ আটক করা হয়েছে বহরের সঙ্গে থাকা ৩৭ দেশের ২ শতাধিক নাগরিককে। অথচ এটি ছিল একটি বেসামরিক ও শান্তিপূর্ণ ত্রাণ অভিযান। অভিযানের একমাত্র উদ্দেশ্য ক্ষুধাপীড়িত জাতিগত নির্মূলের শিকার ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
বজলুর রশীদ বলেন, মানবিক অভিযানকে আটকে দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি নয় বরং বিশ্ববিবেকের প্রতিও চরম অবজ্ঞা দেখিয়েছে। যা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন। এ ঘটনা ইসরায়েলী জায়নবাদী সরকারের জাতিবিদ্বেষী অপরাধমূলক চরিত্রকে আবারও উন্মোচিত করেছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ আক্রমণ প্রমাণ করে, মার্কিন মদদে গণহত্যাকারী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদী সামরিক নীতি, যা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। এখন ইসরায়েলের অপরাধ শুধু ফিলিস্তিনিদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব নাগরিকদের প্রতিও অপরাধ।
ওএফএ/বিআরইউ