ছাত্রদল নেতা নাছিরকে কটাক্ষ মামুনের : দিতে চান দুই বিঘা জমি, চার গরু

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মো. মামুন উর রশিদ মামুন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেন।
মামুন তার পোস্টে লেখেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-এ সুন্দর প্যানেল দিয়ে ছাত্রদলের বিজয় নির্বাচনের আগে নিশ্চিত করায়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের প্রতি আবেদন করছি নাছির উদ্দীন নাছিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে (শূন্য) পদে মনোনীত করার।
এরপর তিনি লেখেন, ডাকসু ও জাকসু হাওয়ার পরও কেমনে এই পদে থাকেন তিনি। আমি যদি ছাত্র বিষয়ক সম্পাদক হইতাম, নিজে পদত্যাগ করতাম এবং নাছির উদ্দীন নাছিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২ বিঘা জমি লিজ নিয়ে জোবরার জমিদার থেকে ৪টা গরু কিনে চাষ করতে দিতাম।
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে দলের নেতৃত্বের প্রতি ‘অশ্রদ্ধাজনক’ ও ‘ব্যঙ্গাত্মক’ বলে আখ্যা দিয়েছেন।

স্ট্যাটাসের বিষয়ে মামুনুর উর রশিদ মামুন বলেন, নাছির উদ্দীন চাকসু নির্বাচনে একপেশে প্যানেল দিয়েছে। তিনি বুঝতে পারেছেন যে ছাত্রদল এখানে হারবে। তাই ওর ব্যর্থতা ঢাকতে আমাকে মিথ্যা অভিযোগে বহিষ্কার করেছে। চাকসু নির্বাচন মনিটরিং কমিটিতে আমার অনুসারীদের কাউকে রাখেনি। অথচ কমেটিতে অনেক ছাত্রলীগের কর্মী এবং অছাত্রদের রাখা হয়েছে। এই ক্ষোভ থেকেই মূলত আমি ফেসবুক পোস্ট করেছি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, চবিতে আরও অন্যান্য বিষয় আছে। এগুলো নিয়ে নিউজ করেন।
এর আগে, গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করে। অভিযোগে বলা হয়, তিনি সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এমআর/এমএন