আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মিছিল

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি এবং তাদের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়।
এর আগে বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নিতে দলের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এই প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য থেকে শুরু করে সব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসআই/বিআরইউ