পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ইসলামী আন্দোলনের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছে। এই মাফিয়া দলকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না। তাই আগামীকাল আমরা তাদের প্রতিহত করবো।
তিনি বলেন, আন্দোলনরত আট দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দেশের সব জেলা, মহানগর ও থানা শাখার নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, কাউকে জনগণের জানমালের ক্ষতি করতে দেওয়া যাবে না। তাই সব শাখার সব দায়িত্বশীলকে সর্বস্তরের জনশক্তি ও কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
জেইউ/বিআরইউ