শহীদ জিয়াকে নিয়ে মাসব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতা শুরু

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এক মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বিএনপি পার্টি অফিসের সেমিনার কক্ষে জাতীয়তাবাদের পাঠশালা ও ‘৭ নভেম্বর প্রজন্ম’ এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৭ নভেম্বর প্রজন্মের আহ্বায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয়তাবাদের পাঠশালার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, ৭ নভেম্বর প্রজন্মের সদস্য সচিব ও সাংবাদিক ইয়াছির ওয়ারদাদ তন্ময়সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
আয়োজকরা জানান, মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের অজানা গল্প, ঐতিহাসিক আখ্যান এবং প্রেরণাদায়ী ঘটনাবলীকে সৃজনশীল উপায়ে ক্যামেরার লেন্সে জীবন্ত করে তোলার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এই প্রতিযোগিতা।
দেশের ৬৪ জেলার সৃজনশীল গল্পকার, ভিডিও কনটেন্ট নির্মাতা এবং ডকুফিকশন পরিচালকদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত থাকবে। আয়োজকদের তথ্যানুসারে, সারা দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা থেকে ১০১ জন সেরা কনটেন্ট ক্রিয়েটরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, এই উদ্যোগের মাধ্যমে এক হাজার নতুন কনটেন্ট নির্মাতা তৈরির লক্ষ্যও নিয়েছে সংগঠন দুটি।
আয়োজকরা বলেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে তার অবদানকে নতুনভাবে আবিষ্কার করবে। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার সার্বিক সহযোগিতা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
/এমএইচএন/এমটিআই