নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রোববার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন।
তিনি জানান, টেলিফোনে নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর রাখছেন রাষ্ট্রপতি।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
এমএসআই/এমজে