নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাব হতে দেওয়া যাবে না

জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয় মানবিক সংগঠন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়াতে ইসলামী কেবল গতানুগাতিক রাজনীতি করে না। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে আসছে। যেখানে মানুষের দুর্ভোগ, দুর্দশা সেখানে ছুটে যায় জামায়াতে ইসলামী।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাবে হতে দেওয়া যাবে না। ৫ আগস্ট পরবর্তী যারা সারাদেশে খুন, ধর্ষন, লুটপাট, সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে তারা এদেশে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নিজেদেরকে দেশের মালিক মনে করতে শুরু করেছে। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে যারা নিজেরা নিজেদের ২ শতাধিক নেতাকর্মীকে খুন করেছে তাদের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ নয়। তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।
তিনি বলেন, ঢাকা-৮ আসনে এক প্রার্থী নিজের জন্ম এখানে; বাবার জন্ম এখানে বলে মানুষের কাছে ভোট চাচ্ছে। ঐ প্রার্থীকে জনগণ অতীতে নির্বাচিত করলেও তিনি নিজের উন্নতি ছাড়া জনগণের জন্য কিছু্ই করেননি। বাপ-দাদার জন্ম এখানে বলার সঙ্গে সঙ্গে বাপ-দাদার পরিচয় এবং কর্ম কী ছিল সেটিও জনগণের সামনে তুলে ধরতে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতি আহ্বান জানান।
ঢাকা-৮ আসনের জনসাধারণের উদ্দেশ্যে ড. হেলাল উদ্দিন বলেন, যারাই ভোট চাইতে যাবে তাদের কাছ থেকে জানতে হবে অতীতে তারা জনগণের জন্য কী করেছে। কীভাবে ব্যাংকের মালিক হয়েছে কীভাবে স্কুল-কলেজসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে সেই জবাব নিয়ে আগামীতে ভোট দিতে তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।
মতিঝিল দক্ষিণ থানা জামায়াত আমির মাওলানা মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইমাম হোসেনের পরিচালনায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেইউ/এমএসএ