ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাসদের প্রতিবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এই হামলা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। চট্টগ্রামে সম্প্রতি বিএনপির এক প্রার্থীর ওপর গুলির ঘটনা এবং রাজধানীতে হাদির ওপর হামলা প্রমাণ করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের তৎপরতা অনুপস্থিত। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ওসমান হাদির প্রয়োজনীয় সুচিকিৎসার দাবি জানান।
ওএফএ/এমএসএ