ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখছি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখা যাচ্ছে। প্রশাসনে বিপুল জনবল ও অর্থ বিনিয়োগ সত্ত্বেও, সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে এবং হাদির ওপর গুলির ঘটনায় দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শরীফ ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের মানুষের অন্তরের নাম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই, তিনি যেন হাদিকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন।
হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, যারা শরীফ ওসমান হত্যার চক্রান্ত করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
তিনি আরও বলেন, প্রশাসনে কোটি কোটি টাকা ও বিপুল জনশক্তি বিনিয়োগ করা হলেও ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। জুলাই পরবর্তী সময়ে যেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অধিকাংশকেই মুক্ত করে দেওয়া হয়েছে। যার ফলে তারা আবার অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সরকারকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে সরাসরি অভিযান পরিচালনা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনে উদ্যোগ নিতে হবে। অন্যথায় জুলাইয়ের বিদ্রোহীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। একটি সংগঠিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরএইচটি/জেডএস