ধানের শীষ আর পতাকা হাতে সড়কের পাশে বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে অবস্থান নিয়েছেন দলের হাজার হাজার নেতাকর্মী। তাদের হাতে দেখা গেছে জাতীয় ও দলীয় পতাকা, টুপি-ক্যাপ এবং ধানের শীষের প্রতীক। তবে এই জমায়েতকে ঘিরে ব্যাপক ও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, বিমানবন্দর থেকে খিলক্ষেত অভিমুখের পুরো সড়কটি জুড়েই বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থান নিয়েছেন। তারা প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনকে জাতির জন্য নতুন আশার সংবাদ বলে উল্লেখ করছেন। অনেক কর্মী দলীয় রংয়ের পোশাক পরিহিত অবস্থায় উল্লাস ও জাতীয় সঙ্গীত গাইতে ব্যস্ত। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের কারণে তারা মূল সড়কে অবস্থান নিতে পারেননি, পাশের ফুটপাথ ও কিছু খালি জায়গায়ও অনেকে অবস্থান নিয়েছেন।
একইসঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও সবগুলো পয়েন্টে অবস্থান নিয়েছেন। পুরো এলাকা জুড়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, এরইমধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আরএইচটি/জেডএস