তারেক রহমানকে এক পলক দেখতে গুলশানে ভিড় করছেন নেতাকর্মীরা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গুলশানে ভিড় করছেন নেতাকর্মীরা। এক পলক দেখতে দূরদূরান্ত থেকে এসে গুলশান-২ এলাকার বাসভবনের আশপাশের সড়কগুলোতে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশানে এমন চিত্র দেখা গেছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার মাটিতে পা রেখেছেন। তার আগে সকাল থেকেই গুলশান-২ মোড় থেকে বাসা পর্যন্ত পুরো এলাকায় কয়েক হাজার নেতাকর্মীকে সড়কের পাশে অবস্থান করতে দেখা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

শ্যামলী থেকে আসা বিএনপি নেতা আতাউল গনি বলেন, আমার নেতা দেশে আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।
এদিকে, দেশে ফেরার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। সেটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
এমএসআই/এসএসএইচ