এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হাসপাতালের সামনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মী ও উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতাল এলাকাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে রাস্তা ফাঁকা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, সকাল থেকে হাসপাতাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা আসছেন। উৎসুক জনতাও ভিড় করছে। যারা এখানে এসে জড়ো হচ্ছেন সবাইকে বলা হচ্ছে তারা যেন হাসপাতালের সামনে না থাকেন, দূরে গিয়ে অবস্থান নেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতাল এলাকায় বাড়তি নজর রাখছে।
১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়াকে দেখতে আসবেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। সেটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
এনআই/এসএসএইচ