হুম্মামের আয়ের উৎস কনসালটেন্সি ও ব্যবসা

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তিনি। তরুণ রাজনৈতিক নেতা হিসেবেও সারা দেশে পরিচিত তিনি। স্বশিক্ষিত হুম্মামের চেয়ে সম্পদ বেশি তার স্ত্রীর। হলফনামায় তার স্ত্রীর সোনা, মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নেই বলে উল্লেখ করেছেন। পেশায় তিনি ও তার স্ত্রী ব্যবসায়ী। হুম্মামের নামে কোনো মামলা নেই, বাড়িও নেই। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী এটিএম রেজাউল করিমের নামেও মামলা নেই। তিনি পেশায় চিকিৎসক।
গত ২৯ ডিসেম্বর প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এসব তথ্য পাওয়া যায়।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, হুম্মাম কাদের চৌধুরীর সম্পদের পরিমাণ ৮৪ লাখ ২০ হাজার ২৬২ টাকা, তার স্ত্রী শ্যামানজার শ্যামা খানের রয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৬১৩ টাকার সম্পদ। হুম্মামের আয়ের উৎস কনসালটেন্সি ও ব্যবসা। হুম্মামে চেয়ে সম্পদ বেশি জামায়াতের প্রার্থী রেজাউলের। তিনি ২ কোটি ৩৯ লাখ ৪২ হাজার ৬২ টাকা ও তার চিকিৎসক স্ত্রী কোহিনুর নাহার চৌধুরী ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৩৭ টাকা সম্পদের মালিক।
শেয়ার, বন্ড, ব্যাংক আমানত থেকে ৪৭ হাজার ৭৬২ টাকা ও কনসালটেন্সি ফি থেকে ১২ লাখ টাকা বার্ষিক দেখিয়েছেন হুম্মাম কাদের। জামায়াতের প্রার্থী রেজাউল বছরে আয় দেখিয়েছেন, ব্যাংক আমানত থেকে ৫৫ হাজার টাকা, চিকিৎসা থেকে ২৬ লাখ ১৭ হাজার ও চাকরি থেকে ১২ লাখ টাকা।
হুম্মামের স্ত্রীর কোনো সোনা ও মূল্যবান গহনা না থাকলেও রেজাউল পত্নীর রয়েছে ৩০ হাজার টাকা মূল্যের গহনা।
হলফলামায় হুম্মামের নগদ অর্থ দেখানো হয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা; রেজাউলের রয়েছে ৮ লাখ ৮৪ হাজার টাকা।
চট্টগ্রামের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, হুম্মাম ও রেজাউলসহ রাঙ্গুনিয়া আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রমোদ বরন বড়ুয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুন ও খেলাফত মজলিসের মো. আবুল কালাম।
আরএমএন/এমএন