খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ভিড়, আসছেন বিভিন্ন জেলা থেকেও

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। তবে, ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় অনেকেই মূল ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন।
কেউ কেউ অভিযোগ করে বলেন, অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র বেগম জিয়ার কবর জিয়ারত করতে। কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এতে অনেকে আবার কষ্ট নিয়ে কবর জিয়ারত করতে ব্যর্থ হয়ে ফিরেও গেছেন।
তবে, দুপুর ১২টার দিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কবর জিয়ারত করে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হয়। পরে নেতা-কর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত করেন এবং দোয়া মোনাজাত করেন।
বেগম জিয়ার কবর জিয়ারত করতে ভোর ৬টার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এসেছেন মুন্না। তার পরিহিত পোশাক- সাদা টি-শার্ট, সাদা চাদর, সাদা লুঙ্গি, ও সাদা টুপতে ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয়েছে। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে এখানে এসে ভেবেছিলাম হয়ত কবর জিয়ারত না করেই ফিরে যেতে হবে। তবে, শেষ পর্যন্ত কবর জিয়ারতের সুযোগ পেয়েছি, এটা খুব তৃপ্তি দিয়েছে।
তিনি বলেন, আমাদের নেত্রীকে আমরা এমন সময়ে হারিয়েছি যখন তাকে আরো বেশি দরকার ছিলো। আমাদের নেত্রী থাকলে হয়ত আগামীর বাংলাদেশ আরো বেশি সুন্দর হতো।
এমএমএইচ/জেডএস