এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে যৌক্তিক-কঠোর পদক্ষেপ নিতে হবে

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের তীব্র সংকট ও বিরাজমান সমস্যা নিরসনে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।
তিনি বলেন, রান্নার জন্য অপরিহার্য এই পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের লাখ লাখ পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপরে নির্ভরশীল। বিশেষ করে শহুরে পরিবারে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করারও সুযোগ নাই। জীবন ধারণের এমন গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে গত কয়েক দিন যা হচ্ছে এবং পরিস্থিতির যে গতিপথ বোঝা যাচ্ছে, তা হতাশাজনক।
গাজী আতাউর রহমান উল্লেখ করেন, এলপি গ্যাস আমদানি-নির্ভর হওয়ায় এর সঙ্গে বিশ্বরাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বরাজনীতির সঙ্গে সমন্বয় করে সঠিক কৌশল নির্ধারণ করা উচিত ছিল। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা ও অদক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে।
দলের মুখপাত্র বলেন, এলপি গ্যাস আমদানি, বিতরণ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাঝে সমন্বয়হীনতা ও স্বার্থ-কেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিকে এত জটিল করেছে। পুরো ব্যবস্থাপনায় নাগরিকের স্বার্থ দেখার কেউ নাই। তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, যে করেই হোক জনগণের ভোগান্তি লাঘব করতেই হবে। গ্যাস সরবরাহ নিয়ে যদি কারো কোনো কারসাজি থাকে, তবে তা শক্ত হাতে দমন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
এএসএস/বিআরইউ