তারেক রহমানকে জুলাইয়ে উড়ানো সেই পতাকা উপহার দিলেন ছাত্রদলকর্মী মুত্তাকিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় পতাকা উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা ওড়ান ছাত্রদল কর্মী মুত্তাকিন। সে সময় তোলা ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওইদিন কাজলা ফ্লাইওভারে ওড়ানো সেই জাতীয় পতাকাই পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুত্তাকিন আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করেন।
আরও পড়ুন
এ সময় তাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা।
হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
এমএসএ
