তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ব্রাজিল, পরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসেন।
বৈঠকগুলোতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এর আগে, গত কয়েক দিনে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাহার ক্যাথেরিন কুক, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ প্রায় ১০টি দেশের কূটনীতিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এএইচআর/জেডএস