‘সেবার সমন্বয়হীনতা দূর করতে ঢাকায় দরকার সিটি গভর্নমেন্ট’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, সেবার সমন্বয়হীনতা দূর করতে ঢাকায় দরকার সিটি গভর্নমেন্ট।
সোমবার (১৯ জানুয়ারি) গুলশান হোটেল লেকশোরে ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এবং গুলশান সোসাইটি।
আবদুস সালাম বলেন, কেন্দ্রীয় সরকার কখনোই স্থানীয় সরকারকে শক্তিশালী হতে দেয় না। ফলে সিটি কর্পোরেশন, রাজউক, ওয়াসা, ডেসকোসহ বিভিন্ন সংস্থার মধ্যে চরম সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এক সংস্থা রাস্তা কাটে, আরেক সংস্থা আবার সেটি ভরাট করে এই বিশৃঙ্খলাই ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। সরকারি জায়গা, ফুটপাত দখল, পরিকল্পনাহীন নগরায়ণ ও সমন্বয়হীন প্রশাসনের কারণে ঢাকা মহানগর আজ চরম সংকটে পড়েছে। সেবার সমন্বয়হীনতা দূর করতে ঢাকায় দরকার সিটি গভর্নমেন্ট। সিটি গভর্নমেন্ট গঠন ছাড়া কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, রাজধানীতে যদি কারও বাড়ি বা দোকান ফুটপাতের পাশে থাকে, তাহলে খুব সহজেই ফুটপাত দখল করে স্থাপনা গড়ে তোলা যায়। কারণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর নজরদারি নেই। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে সচেতন হই, তাহলে অন্তত ৫০ শতাংশ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। ঢাকা মহানগরের সমস্যার মূল জায়গায় না গিয়ে বারবার উপসর্গ নিয়ে কাজ করা হচ্ছে। ঢাকায় মেয়র থাকেন ঠিকই, কিন্তু বাস্তবে তার ক্ষমতা প্রায় শূন্য। ঢাকার আইনশৃঙ্খলার জন্য মেয়রকে দায়ী করা হয়, অথচ পুলিশের ওপর তার ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নেই। এই দ্বৈততা দিয়েই ঢাকার মতো একটি মহানগর পরিচালনা করা হচ্ছে।
ঢাকাকে বাঁচাতে হলে শুধু শহর নয়, জাতীয় পর্যায়ের পরিকল্পনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী বাঁচাতে না পারলে ঢাকাও বাঁচবে না। নদীভাঙন, গ্রামীণ দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাব ঢাকামুখী জনস্রোত বাড়াচ্ছে। ঢাকাকে বাঁচাতে হলে মেয়রের হাতে পূর্ণ ক্ষমতা দিতে হবে। সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা মহানগরকে বসবাসযোগ্য করা কোনোভাবেই সম্ভব নয়।
গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সভাপতিত্বে এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী, নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএন