বাংলাদেশের মানুষকে জামায়াত থেকে সতর্ক থাকতে হবে : ছাত্রদল সম্পাদক

বাংলাদেশের সাধারণ মানুষকে জামায়াতে ইসলামী থেকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
তিনি বলেছেন, আমরা মনে করি, জামায়াতে ইসলামী তাদের কপটতা ও অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং ইসলাম— উভয়কে অবমাননা করছে। এ বিষয়ে দেশের সাধারণ মানুষ ও ইসলামপ্রিয় জনতাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বারবার যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের এই জামায়াতে ইসলামী থেকে দূরে থাকার আহ্বান জানাই।
সোমবার (১৯ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসি ভবনের সমানে ২ দিনের অবস্থান কর্মসূচি শেষের আগে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাসির বলেন, আমি একটি বিষয়ে গত দুই দিন ধরে ভাবছিলাম; জামায়াতে ইসলামীর সঙ্গে দীর্ঘ দিন ধরে ইসলামী আন্দোলনের জোট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করেছিল যে, ইসলামী আন্দোলনের যারা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট দেবে, তারা সবাই জান্নাতে যাবে। এখন যেহেতু ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের জোট হয়নি, তাহলে কি ইসলামী আন্দোলনের নেতারা একজনও জান্নাতে যাবেন না? দাঁড়িপাল্লা তো আর তাদের ভাগ্যে জুটল না।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যাবতীয় যত ম্যানেজমেন্ট হয়েছে— সেটিতে শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংযুক্ত ছিল। সেখানে ছাত্রদল কোনোভাবে সম্পৃক্ত ছিল না।
তিনি বলেন, গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ছাত্রদল নাকি নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কারণ এই রিটটি যিনি করেছেন তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়। এমনকি আজকে নির্বাচন যে ব্যাহত হয়েছে, এ দায়-দায়িত্ব ছাত্রদল অবশ্যই বহন করবে না।
এমএইচএন/এমজে