আর কোনো মবস্টারকে সচিবালয়ে দেখলে ঠ্যাং থাকবে না

মবস্টারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, ‘আর কোনো মবস্টারকে যদি সচিবালয়ে দেখি, শিক্ষক নিয়োগে দেখি বা ক্যাম্পাসের কোথাও কথা বলতে দেখি, তাহলে একটারও ঠ্যাং থাকবে না ইনশাআল্লাহ।’
সোমবার (১৯ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে দুই দিনের অবস্থান কর্মসূচি সমাপ্তির আগে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ৫ আগস্টের পরে আমরা একদিনও সচিবালয়ে যাইনি। কোনো সরকারি অফিসে যাইনি, কোনো সুযোগ-সুবিধা নেইনি। যারা হঠাৎ করে বাংলাদেশের স্বার্থে রাস্তায় নেমেছেন, আমরা তাদের সবাইকে স্বাগত জানিয়েছি। জুলাই অভ্যুত্থানে যারা আগে ছাত্রলীগ করেও পরে অভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারাও আমাদেরকে ভাই সম্বোধন করেছেন। আমরা মনে করেছি তারা তো শেষ পর্যন্ত হাসিনার বিপক্ষে নেমেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসে— ডিসি অফিস থেকে শুরু করে ফুটপাত ও সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এই অর্বাচীন বালকেরা পিতৃতুল্য অনেক সচিবকে সরিয়েছে, ডিসি-এসপিদের পদত্যাগ বা পদায়নে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশের বৃহত্তর স্বার্থে ধৈর্য ধরেছি। কিন্তু আজ বার্তা দিয়ে দিচ্ছি— আর কোনো মবস্টারকে যদি সচিবালয়ে, শিক্ষক নিয়োগে কিংবা ক্যাম্পাসের কোথাও খবরদারি করতে দেখি, তবে একটারও ঠ্যাং থাকবে না ইনশাআল্লাহ।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘আর কোনো মবক্রেসি বাংলাদেশ ছাত্রদল সহ্য করবে না। কিছুক্ষণ আগে সভাপতি বললেন, শাহবাগে কিছু সাবেক ছাত্রলীগার হুমকি দিচ্ছে। এইসব ফাইজলামি বন্ধ করো। ৫ই আগস্টের আগে ছাত্রলীগ করার দায়ে যদি বিচার শুরু হয়, তবে শাহবাগ খালি হয়ে যাবে।’
এমএইচএন/এমজে