জন্মগত ও জুলাই অভ্যুত্থানে প্রতিবন্ধীদের অশেষ শ্রদ্ধা নিলুফার মনির

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর কমিটির সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেছেন, যারা জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার কিংবা চব্বিশের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে যারা প্রতিবন্ধী হয়েছেন, তারা জাতির প্রেরণার উৎস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিয়ারবি) যৌথভাবে ‘নির্বাচনী ইশতেহার ও গণভোট: প্রতিবন্ধীদের অধিকার প্রসঙ্গ’–শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
নিলুফার চৌধুরী মনি তার বক্তব্যে বলেন, ‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রতিবন্ধী ভাতা চালু করেছে। পরবর্তীতে একটি ফ্যাসিস্ট সরকার এসে সেই ভাতা লুটেপুটে খাচ্ছে। আমরা কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিবন্ধীদের অধিকারে কেউ ভাগ বসাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের প্রেরণার উৎস। যারা জন্মগত প্রতিবন্ধী কিংবা যারা জুলাইয়ে প্রতিবন্ধী হয়েছেন, তাদের সবার প্রতি আমার অশেষ শ্রদ্ধা রয়েছে।’
প্রতিবন্ধীদের প্রতিটি সেক্টরে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া বিসিএস পরীক্ষা দেওয়ার অধিকার সবার আছে। অধিকারের ব্যাপারে সচেষ্ট থাকলে বিএনপি তাদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘মর্যাদার দিক থেকে আমরা সবাই সমান। সমাজের কিছু লোককে মূলধারা থেকে বিচ্ছিন্ন রেখে সুষ্ঠু সমাজ হয় না। আমরা আমাদের ইশতেহারে সামর্থ্যের মধ্যে যা করা সম্ভব সেসব বিষয়ই রাখব। আমরা ১০ টাকায় চালের মতো কোনো ফাঁকা বুলি দেব না।’
ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ডিয়ারবি-র অ্যাডভাইজার ড. সাইদুর রহমান বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। তাদের কর্মসংস্থান করতে না পারলে তারা পরনির্ভরশীল হয়ে পড়েন। তিনি যেকোনো নীতিমালা প্রণয়নে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সভাপতি মনসুর আহমেদ চৌধুরী বলেন, একজন দৃষ্টিপ্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ভোটকেন্দ্রে কীভাবে যাবেন, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকেই করতে হবে।
সভাপতির বক্তব্যে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘আমি আপনাদের প্রতিবন্ধী বলতে চাই না; আপনারা অদম্য মেধাবী। গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দলই প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আমরা আপনাদের ন্যায্য অধিকার চাই। প্রতিবন্ধীদের যেকোনো যৌক্তিক দাবিতে ডাকসু পাশে থাকবে।’
সেমিনারে ‘ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে ডাকসুর কার্যনির্বাহী সম্পাদক মো. রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ঢাবি শাখায় সভাপতি হিসেবে নাইমুল ইসলাম নাইম ও সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল সেতুর নাম ঘোষণা করা হয়েছে।
এসএআর/বিআরইউ