তারেক রহমান নির্বাচনী সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন : রিজভী

তারেক রহমান নির্বাচনী সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত, কোনো লাভ হবে না।’
শনিবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর।
রুহুল কবির রিজভী বলেন, গুলশান কার্যালয়ে বালির ট্রাক-কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে ভয়ংকর গোল মরিচের গুড়া ছিটিয়ে দেওয়া হয়েছিল। আরাফাত রহমান কোকো সেসময় মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছিলেন। মায়ের এই অবস্থা দেখে আরাফাত রহমান কোকো সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন। আরাফাত রহমান কোকোর লাশ দেশে এলে কেউ যে খালেদা জিয়াকে সান্ত্বনা দেবেন সে উপায় ছিল না। এদেশের এক খ্যাতিমান বিজ্ঞানী বেগম জিয়াকে সান্ত্বনা দিতে গেলে বের হয়ে জানতে পারেন তাকে পাঁচটি মামলা দেওয়া হয়েছে।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, তার নানা লীগ বাহিনী তারা ছিল সশস্ত্র। কেউ ছিল হেলমেট বাহিনী। তাদের দ্বারা অত্যাচারের বিবিধ রূপ আমরা দেখেছি। আয়না ঘর থেকে শুরু করে রিমান্ডে নির্যাতন এত কিছু করার পরও গণতন্ত্রমনা মানুষ যখন রাজপথে আসে তখন শেখ হাসিনা টিকতে পারেনি, তাকে পালিয়ে যেতে হয়েছে। যারা জনগণের নেতা নেত্রীর ওপর অত্যাচার করে, জনগণকে কথা বলতে দিতে চায় না এবং নিপীড়ন চালায় আল্টিমেটলি তাদের পালিয়ে যেতে হয়। ভৃত্য শৃগালের মতো তাদের পালাতে হয়। সেই দৃষ্টান্ত এই দেশবাসী দেখেছে ৫ আগস্ট। এটাই আল্লাহর বিচার।
এমএম/এসএম