চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে যোগ দিলেন প্রতিবন্ধীরাও

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও। নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে এবং তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশায় সংগঠিতভাবে সমাবেশে উপস্থিত হন তারা।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সিআরবি মোড় এলাকায় লিখিতভাবে নিজেদের বক্তব্য জানান দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।
তাদের মধ্যে প্রতিবেদককে দেওয়া লিখিত বক্তব্যে বধির সৈয়দ আবুল হাসনাত জানান, চট্টগ্রামে তারেক রহমান আগমন করবেন বলে আমরা অবগত আছি। গত ১৬ জানুয়ারি ঢাকায় তারেক রহমান সাহেবের বাসার পাশে অগণিত শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে আমাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনার ধারাবাহিকতায় চট্টগ্রামের শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায়ের পক্ষ থেকেও তারেক রহমান সাহেবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, আমাদের শ্রবণ প্রতিবন্ধী প্রতিনিধিদের নিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে কোনোভাবে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হলে আমরা কৃতজ্ঞ থাকব।
আরেক প্রতিবন্ধী গোলাম মোস্তফা জানান, আমরা প্রায় ২০০ জন সমাবেশে যোগ দিয়েছি। শহীদ জিয়া আমাদের জন্য অনেক কিছু করেছিলেন। তাই তারেক রহমানকে ভালোবেসে আমরা সমাবেশে এসেছি।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। কেউ পায়ে হেঁটে, কেউ আবার মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়।
সাতকানিয়া থেকে আসা বিএনপি কর্মী আমির হোসেন বলেন, তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে।
দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাত্রিযাপন করেন।
দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন।
এমআর/এমএন