চট্টগ্রামে জুলাই শহীদের কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রায় এনসিপি

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে শুরু করলো নির্বাচনী পদযাত্রা।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেয়ারতে অংশ নেন।
এই পদযাত্রায় এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপি সূত্রে জানা গেছে, জেয়ারতের পর চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নিতে বোয়ালখালী যাবেন আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের কবর জেয়ারতের মাধ্যমে এনসিপি নির্বাচনী পদযাত্রা শুরু করেছে। এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে তারা লোহাগাড়া থেকে বোয়াখালীতে যাবেন, সেখানে চট্টগ্রাম-৮ আসনে এনসিপি প্রার্থীর নির্বাচনী পথসভার অংশ নেবেন।’
আরএমএন/এসএম