সংসদে দেখা হবে, তারেক রহমানকে বললেন এক তরুণী

ময়মনসিংহে নির্বাচনী সমাবেশ শেষ করে গাজীপুরে ফেরার পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাস থামিয়ে তার সঙ্গে দেখা করেছেন এক তরুণী।
ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় বাস থামিয়ে ওই তরুণী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এই সময় তারেক রহমান বাসের দরজা খুলে দিলে ওই তরুণী তার সঙ্গে কথা বলেন।
তারেক রহমানকে ওই তরুণী বলেন, মানুষের সেবা করে, রাজনীতি করে, নিজের পাওয়ারে সংসদে গিয়ে আপনার (তারেক রহমান) সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন।
এ সময় প্রয়াত খালেদা জিয়ার একটি ছবি এগিয়ে দিয়ে তরুণী বলেন, এটা কি নেবেন? তখন তারেক রহমান খালেদা জিয়ার ছবিটি গ্রহণ করেন।
ছবি নেওয়ার পর তারেক রহমান ওই তরুণীকে ধন্যবাদ জানিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন।
ওই তরুণী তারেক রহমানকে আরও বলেন, আমি সমাবেশে আপনাকে (তারেক রহমান) দেখেছি। কিন্তু দূর থেকে দেখে আমার মন ভরেনি। তাই আমি এখন গাড়িতে দেখা করতে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আপনার সঙ্গে দেখা করার।
এএইচআর/এনএফ