ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ

পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা–১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়। পরে হারম্যান মেইনার স্কুল, টিনশেড কলোনি, ঢাকা মডেল ডিগ্রি কলেজ ও ওপেক্স গার্মেন্টস এলাকা প্রদক্ষিণ করে সরকর বাড়ি মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, বিশিষ্ট নেতা শাহ আলম তুহিন, ঢাকা–১৫ আসনের সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি সংশ্লিষ্ট থানার আমীর ও থানার কর্মপরিষদ সদস্যরাও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।
গণসংযোগকালে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আগামীর বাংলাদেশে একটি পরিবর্তনের সরকার এবং সত্যিকারের বাংলাদেশ— ন্যায় ও ইনসাফের সরকার কায়েম হোক, সেটাই আমরা প্রত্যাশা করি।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
/এমএইচএন/এমএসএ