নিহত রেজাউলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে শেরপুর যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির হামলায় নিহত রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে শেরপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিহত রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবর্দী যাবেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, নিহত রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরে ২টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে নির্বাচনী জনসভা ও দুপুর সাড়ে ১২টা জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।
সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি।
জেইউ/এসএসএইচ