মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থানে কর্মসূচি দেবে বিএনপি

কুমিল্লার বিভাগের বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত জায়গাগুলো চিহ্নিত করে সেখানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কুমিল্লা বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সভায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা বিভাগের করা এ প্রস্তাবটি গ্রহণ করেছেন। তিনি জানিয়েছে, দলের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি কুমিল্লা বিভাগের সদস্য সচিব ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব) শাহজাহান ওমর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, এস এ কে আকরামুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া তাহের সুমন প্রমুখ।
এর আগে বিএনপি স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং তাদের লেখা বই সংরক্ষণ করারও সিদ্ধান্ত হয়। সারা দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের লেখা বইগুলো প্রদর্শন করারও সিদ্ধান্ত নেয় দলটি।
এএইচআর/এমএইচএস