লেবানন বিএনপির কমিটি অনুমোদন

বিএনপির লেবানন শাখার ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে মফিজুল ইসলাম বাবুকে সভাপতি, আমিনুল ইসলাম আইমানকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমান হাবিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি অনুমোদন করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান লেবানন শাখার কমিটির সাবেক সদস্য সচিব ও নতুন কমিটির সহ সভাপতি ওয়াসীম আকরাম।
লেবানন শাখার নব-নির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব (প.) বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
তিনি বলেন, লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমান ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে আগামী দিনে বহির্বিশ্বে অবৈধ সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকা রাখবেন। একই সঙ্গে লেবানন বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে।
এএইচআর/এসএসএইচ