রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও হেফাজত আমিরের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবে হেফাজত ইসলাম। এজন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সোমবার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ সংগঠনের অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
বৈঠকে কওমি মাদরাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও মামলার বিষয়ে আলোচনা হতে পারে। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বলেন, রাত নয়টার দিকে হেফাজত নেতারা মন্ত্রীর বাসায় যাবেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এর আগে, গত ১৯ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ কয়েকজন নেতা বৈঠক করেন। বৈঠকে হেফাজত নেতারা ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদসহ পুলিশের দুই-তিনজন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এএইচআর/আরএইচ