তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযোগ গঠন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি (বুধবার) সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (১০ জানুয়ারি) বেলা ১২টায় গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার বিএনপির নেতৃত্ব শূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া বানোয়াট মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থি দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ। এ হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ১৩ জানুয়ারি জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করবে।
তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের তার বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন মামলায় দায়েরের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল জানান, ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করে ১/১১ এর সেনা সমর্থিত সরকার গঠনের নিন্দা জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে। সভায় এ দিনটি স্মরণে সোমবার (১১ জানুয়ারি) ভার্চুয়াল আলোচনাসভা করার সিদ্ধান্ত হয়।
এছাড়া আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন সারাদেশে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।
এএইচআর/এসএম