মৌলভীবাজার যুবলীগের সহ-সভাপতি বহিষ্কার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মৌলভীবাজার যুবলীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আনোয়ার হোসেন আসন্ন কমলগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘিত ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।
চিঠিতে আরো জানানো হয়, এ অবস্থায় গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আনোয়ার হোসেনকে মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে গত মঙ্গলবার সংগঠনের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছিলো, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়/ জেলা/ মহানগর/ উপজেলা/ পৌরসভা/ ওয়ার্ড/ ইউনিয়ন নেতাদের নিজ নিজ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ অন্যান্য সহযোগিতামূলক কাজ করার জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্দেশ প্রদান করেছেন।
যদি যুবলীগের কোনো নেতা নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয় বা প্রচার-প্রচারণায় নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এইউএ/এমএইচএস