ডেঙ্গু নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : বাবলা

ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। বুধবার (৪ আগস্ট) ডেঙ্গু প্রতিরোধে নিজের পক্ষ থেকে শ্যামপুর-কদমতলীর সাতটি ওয়ার্ডে সাত দিনব্যাপী এডিস মশা নিধনের প্রতিষেধক ছিটানো কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
বাবলা বলেন, নগরীর এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচী গ্রহণ করেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে নির্বাচনী এলাকায় আমি এডিস মশা নির্মূলে প্রতিষেধক ছিটানো কর্মসূচি পরিচালনা করছি। প্রতিটি পরিবারের সদস্যদের উচিত নিজেদের ও সমাজের মানুষকে ডেঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজ আঙ্গিনা ও বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
এডিস মশা জন্মানোর শঙ্কা রয়েছে এমন জায়গাগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে উল্লেখ করেন জাপার এই সংসদ সদস্য। তিনি বলেন, এজন্য স্ব-স্ব এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা প্রমুখ।
এএইচআর/এমএইচএস