চাঁদাবাজদের দল থেকে বিতাড়িত করা হবে

আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে, কার্ড ছাপিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।
ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে কার্ড ছাপিয়ে চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বিতাড়িত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদেরও ভূমিকা রাখতে হবে। এসব সংগঠন করে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করা যাবে না। নেত্রী বিষয়টি কঠোর হস্তে দমন করছেন।
শেখ কামালের স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, শেখ কামালের মধ্যে আমরা উদ্যম দেখেছি। তিনি বেঁচে থাকলে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা রাখতেন। বঙ্গবন্ধু এবং শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের তালিকায় থাকত।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ প্রমুখ।
এইউএ/এসকেডি