বিএনপির মাথায় গুম, গলায় মামলা: রিজভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি ইসলামী সঙ্গীতের চরণ ‘আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার’ উদ্ধৃত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে বিএনপির মাথায় গুম, আর মামলা গলার মালা।
তিনি বলেন, আওয়ামী লীগের এতো গুম, খুন, মামলার পরও বিএনপি নেতারা পিপড়ার মত গর্ত থেকে বের হয়ে আসছেন।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের যুদ্ধ, আন্দোলন, গণতন্ত্র অধিকারের প্রেরণা। আধিপত্যশীল শক্তিকে খুশি করার জন্য কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও কাজী নজরুল ইসলামকে বাদ দেওয়া একইসূত্রে গাঁথা। আধিপত্য শক্তি এবং প্রভুদের খুশি করার জন্যই এই কাজ করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হতে পারেন তবে তারেক রহমানও হতে পারবেন। তিনি দেশে আসবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য আসবেন। তাকে ঠেকাবেন কীভাবে? তিনি ইতিমধ্যে ব্যারিস্টারি পাস করেছেন। আইন বিষয়ে তিনি বিশেষজ্ঞ পর্যায়ে রয়েছেন। এসব মামলা করে লাভ নেই।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন, স্লোগান দেন আর না দেন, আন্দোলন করেন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেনা। চারিদিকে নানা কথা-বার্তা, ফুসফাস শুনতে পাচ্ছি। অবস্থা ভালো না। প্রধানমন্ত্রীকে বলি, বিএনপি আপনাকে উৎখাত করতে চায় না। কিন্তু এদেশের মানুষ আপনাকে আর চায় না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন ।
এএইচআর/এসআরএস