সপরিবারে ডেঙ্গু আক্রান্ত আ.লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক

সপরিবারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। সপ্তাহখানেক আগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দেলোয়ার হোসেন বলেন, আমাদের পরিবারের সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। সবাই হাসপাতালে ভর্তি আছি।
দেলোয়ার হোসেনের স্ত্রী ছাত্রলীগের সাবেক নেত্রী যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
মহামারি করোনার মধ্যেই ঢাকায় নতুন আতঙ্ক হতে চলেছে এডিস মশা বাহিত জ্বর ডেঙ্গু।
এইউএ/এইচকে