মুক্তি পেয়েছেন ইসহাক সরকার

তিন বছর ২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। গত ১৯ জুলাই ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
সোমবার (১৬ আগস্ট) রাতে কাশিমপুর কারাগার-২ থেকে মুক্ত হওয়ার পর ইসহাক সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছায় জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে গত রোববার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, আদালত থেকে জামিন পাওয়ার পরও ইসহাক সরকারের মুক্তি বিলম্বিত করা হচ্ছে।
২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এএইচআর/এমএইচএস