স্বৈরাচার পতনে আন্দোলনের বিকল্প নেই : মান্না

জনগণের ভোট, ভাত, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে এ মুহূর্তেই স্বৈরাচার শাসকের পতনের আন্দোলনে মাঠে নামার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে মাঠে নামতে দলের নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে পল্টন দলটির কার্যালয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এ সময় দেশের ইতিবাচক পরিবর্তন চাওয়া সব দল, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে গণতন্ত্র-মুক্তির আন্দোলনের লক্ষ্যে বৃহত্তর ঐক্যে যুক্ত হওয়ার আহ্বান জানান মান্না। তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষেই আমাদের রাজনীতি করতে হবে।
২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালনে নাগরিক ঐক্যের সব নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানান মান্না।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য কবীর হাসান জানান, সভায় চাঁদা বাকি রয়েছে এমন সবাইকে শিগগির চাঁদা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ মাস ও তার বেশি সময়ে চাঁদা বাকি রয়েছে এমন সবাইকে চাঁদা পরিশোধ করে কেন্দ্রীয় কমিটির পরবর্তী সভায় অংশগ্রহণ করতে বলা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহল্লাহ কায়সার, বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, সিলেট জেলা কমিটির আহ্বায়ক জিন্নুর চৌধুরী দিপু, যশোর জেলা কমিটির আহ্বায়ক মাহবুব মুকুল, মঞ্জুর কাদির, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনিসুর রহমান খসরু, সাবেক কূটনীতিক সাকিব আলী, ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব ফরিদুল ইসলাম, ডাক্তার জাহেদ-উর-রহমান, নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আতিকুল ইসলাম প্রমুখ।
এএইচআর/এমএইচএস