জিএম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এবং শ্যামপুর মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জিএম কাদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে গোলাম মোহাম্মদ কাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বেই জাতীয় পার্টি সুশাসন ও উন্নয়নের নতুন বাংলাদেশ গড়বে। তার নেতৃত্বে জাতীয় পার্টি দুর্বার ও দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় আইনের শাসন নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাপা মহাসচিব বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। এসব অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে সবার আগে গোলাম মোহাম্মদ কাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারও নারী ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে, কিন্তু তাতেও ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক।
দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। দেশের মানুষের টাকা যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
চলমান স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে মহাসচিব বলেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে। নির্বাচনে হত্যাযজ্ঞ গণতান্ত্রিক পরিবেশে মেনে নেওয়া যায় না। সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচারমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে জাতীয় পার্টি। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম এবং থাকবো।
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। পরে বিকেলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারি হাবিবুল্লাহ বেলালী। এছাড়াও শ্যামপুর মসজিদে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাকরাইল দলের কার্যালয়ের মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান, ড. নূরুল আজহার শামীম, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।
এএইচআর/এমএইচএস