টিকা উপহার দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানালেন ইনু

বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন করোনা আক্রান্ত জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তারা বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনিকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ উপহার হিসাবে বাংলাদেশকে দেওয়ায় ভারত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদের এই শীর্ষ দুই নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নেইবারহুড ফার্স্ট-সবার আগে প্রতিবেশী’ নীতির অংশ হিসাবে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান, মরিশাস ও মিয়ানমারকে উপহার হিসাবে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ প্রশংসার যোগ্য। মহামারির শুরু থেকেই করোনা মোকাবেলায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। উপহার হিসাবে ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ভারত সরকার বন্ধুত্ব ও সহযোগিতার যে মনোভাব প্রকাশ করেছে তা প্রবাহমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থনের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের সূচনা হয়েছিল তা আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন হাসানুল হক ইনু। গত ১৭ জানুয়ারি তিনি করোনা আক্রান্ত হন। এর আগে তার গানম্যান করোনা পজিটিভ হয়।
এএইচআর/ওএফ