শেরীফা কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শূন্য আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদেরের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী।
সোমবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে রিটার্নিং অফিসার কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মেজর (অব.) রানা মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী। তার মৃত্যুতে জাপার সংরক্ষিত আসনের একটি সংসদ সদস্য পদ খালি হয়।
এএইচআর/এমএইচএস