করোনামুক্ত হয়েছেন জিএম কাদের

করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছিলো। তবে, তার কোনো নেতিবাচক উপসর্গ ছিলোনা। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক খাদ্যগ্রহণ ও চিকিৎসা নিয়েছেন। জিএম কাদের এখন সুস্থ আছেন।
এদিকে, জিএম কাদের তার সুস্থতায় কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস যুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এএইচআর/এমএইচএস