শুধু ক্রীড়া নয়, সর্বক্ষেত্রে অবক্ষয় : খন্দকার মোশাররফ

দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি এ সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, স্বাধীনতার পর ক্রীড়াঙ্গনে রাজনীতি ঢুকে পড়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেখান থেকে ক্রীড়াজগতকে উদ্ধার করতে চেয়েছিলেন। আজ শুধু ক্রীড়া নয়, সর্বক্ষেত্রে অবক্ষয়।
তিনি বলেন, ক্রিকেটে আমরা উন্নতি করছিলাম। গত ১২ বছরে প্রতিটি ফেডারেশনে দলীয়করণ করা হয়েছে। ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতি, সামাজিক সুবিচারের মতো ক্রীড়াঙ্গনে দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।
আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজ ক্রীড়া সংগঠক কারা? খুব খারাপ লাগে, এক সময় মোহামেডান ক্লাবে খেলেছি। আজ সে ক্লাব নাকি ক্যাসিনোর আড্ডা। মদের বোতল পাওয়া যায়। এটা দেখার আগে মৃত্যু হলো না কেন?
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৯০০ কোটি টাকার ডিপোজিট আছে। এটি গর্ব করার বিষয় নয়। সাকিব-তামিম ছাড়া তো আমি আর কোনো খেলোয়াড় দেখি না। আমাদের আগামীর খেলোয়াড় তৈরিতে কোনো পদক্ষেপ নেই।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা তাবিথ আউয়াল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ।
এমএইচএন/আরএইচ