ইতালি আওয়ামী লীগের মাহাতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ

ইতালী আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহাতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশের ১৫ দিনের মধ্যে তাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৮ নভেম্বর ইতালিতে আওয়ামী লীগের ইতালি শাখার সম্মেলন নামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যা ছিল সম্পূর্ণভাবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে এ সমাবেশ আয়োজন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও দফতর বিভাগ থেকে টেলিফোনে নির্দেশনা প্রদান করা হয়। তারপরও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অমান্য করে ইতালী আওয়ামী লীগের সম্মেলনের নামে এ ধরনের অবৈধ কর্মসূচি আয়োজনে আপনার জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী এবং দলের গঠনতন্ত্র ৪৭ অনুচ্ছেদ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
অতএব, আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির কাছে উপস্থাপন করার সাংগঠনিক নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
কারণ দর্শানোর নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজীকে।
এইউএ/এসএসএইচ