চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে গিয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শায়রুল জানান, করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে মির্জা ফখরুল দম্পতিকে। এরপর থেকে চিকিৎসা শুরু হবে।
এর আগে বিএনপির মহাসচিব সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত সিকিৎসা সেবা নিয়ে আসছেন তিনি।
এএইচআর/এমএইচএস