ষড়যন্ত্রের নয়, ভাত-কাপড়ের রাজনীতি প্রয়োজন : মোস্তফা

ষড়যন্ত্রের রাজনীতি নয় ভাত-কাপড়ের রাজনীতি আজ বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা। তিনি বলেন, ভোটের রাজনীতি বা ষড়যন্ত্রের রাজনীতি নয়, ভাত-কাপড়ের রাজনীতি দিয়েই মওলানা ভাসানী মানুষকে সংগঠিত করেছেন।
তিনি বলেন, জনগণের শক্তির ওপর নির্ভর করেই ভাসানী আপোষহীনভাবে লড়াই চালিয়ে গিয়েছেন। আজও মুক্তি পেতে হলে জনগণের সংগ্রামের ওপর ভিত্তি করেই মওলানা ভাসানীর রাজনীতিকে ধারণ করতে হবে।
শনিবার (১১ ডিসেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ কোনো একক ব্যক্তির অবদান নয় উল্লেখ করে গোলাম মোস্তফা বলেন, বাংলার মানুষের মুক্তির সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, সন্দেহাতীতভাবেই মওলানা ভাসানী তাদের মাঝে অন্যতম।
তিনি বলেন, খুব বিখ্যাত ছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ‘খামোশ’ বলা। সমগ্র জাতিকে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন একজন মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজয়ের ৫০ বছর পরে এখন তার কথা আলোচনা করা হচ্ছে না।
দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা ভাসানীর জন্ম-মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালনে শাসকগোষ্ঠী হীনমন্যতার পরিচয় দিচ্ছে বলে দাবি করেন ন্যাপের মহাসচিব। মওলানা ভাসানীর দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আদর্শের পথ ধরে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনায় অংশ নেন- এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, জাতীয় নারী আন্দোলন সমন্বয়কারী মিতা রহমান প্রমুখ।
এএইচআর/এমএইচএস