দেশে দুর্নীতি বেড়েই চলছে : জি এম কাদের

দেশে দুর্নীতি বেড়েই চলছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দিন-দিন দুর্নীতি বেড়েই চলছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে এই মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব সংস্থাগুলোর মানদণ্ডে যখন বাংলাদেশ দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত হয়, তা জাতির জন্য লজ্জাজনক উল্লেখ করে জাপা চেয়ারম্যান এ সময় বলেন, এমন সংবাদে বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যায়।
জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে বলে মন্তব্য করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। কোনো ভয়, লোভ বা মোহের কাছে জাতীয় পার্টি কখনও মাথা নত করবে না।
জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে যা স্বৈরতন্ত্র। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি দল সরকার গঠন করে, সেই দলের প্রধান সংসদ ও সরকার প্রধান হন। সংবিধানের ৭০ ধারার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে সরকারদলীয় সদস্যরা সংসদে ভোট দিতে পারে না। তাই প্রধানমন্ত্রী যা চান তাই পাস হয়, তিনি যা চান না তা পাশ হয় না।
জবাবদিহিতা না থাকায় সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তিত নয় বলে দাবি করে জি এম কাদের বলেন, সরকারি দলের নেতারা নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। অন্যদিকে করোনাকালে প্রায় দেড় কোটি মানুষ বেকার হয়ে পড়েছে। অথচ সরকার মানুষের দুঃখ-কষ্ট বোঝে না।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), সাহিদুর রহমান টেপা (খুলনা), এটিইউ তাজ রহমান (সিলেট), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর), অ্যডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম), বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।
এএইচআর/এইচকে