মানব ভ্রাতৃত্বে শেখ জায়েদ পুরস্কার পাবেন বিশ্বের দুইশ মানুষ

মানব ভ্রাতৃত্বের উচ্চ কমিটির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আব্দুস সালাম বলেছেন, চলতি দ্বিতীয় অধিবেশনে মানবজাতির জন্য শেখ জায়েদ পুরস্কার পেতে যাচ্ছে বিশ্বের দুইশ জনেরও বেশি মানুষ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ জায়েদ পুরস্কার একটি স্বতন্ত্র আন্তর্জাতিক পুরস্কার। বিভিন্ন ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানকে মানবতার অগ্রগতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
পুরস্কার কর্তৃপক্ষ শীঘ্রই ২০২২ সংস্করণে বিজয়ীদের সম্মান জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজধানী আবুধাবিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মানব ভ্রাতৃত্বের জন্য প্রচেষ্টাকে সমর্থন জানানোর লক্ষ্যে পুরস্কার দেওয়া হবে এবং এ পুরস্কারে প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার পাবেন বিজয়ীরা।
মানব ভ্রাতৃত্বের জন্য শেখ জায়েদ পুরস্কারে ভূষিত হন প্রথম পর্বে দুইজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। একজন আল-আজহার শরীফের শায়খ ড. আহমেদ আত তাইয়েব এবং দ্বিতীয়জন হচ্ছে ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। ডক্টর আহমদ আত তাইয়েব পুরস্কারের অর্থ মিশরের ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য দান করেন যারা কোনো ধরনের ধর্মীয় বৈষম্য ছাড়া সমস্ত নাগরিকদেরকে ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকে। আর পোপ ফ্রান্সিস অর্থগুলোকে দান করে রোহিঙ্গা মুসলিমদের জন্য।
দ্বিতীয় পর্যায়ে পুরস্কার জিতেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যিনি তার অর্থ ইউএনএইচসিআরকে দান করেছিলেন। আর একইসঙ্গে জিতেছিলেন ফরাসির মরক্কো বংশোদ্ভূত মানবাধিকারকর্মী লতিফা বিন জিয়াতিন।
আইএসএইচ
