সম্পর্ক জোরদারে ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি সপ্তাহেই তিনি এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটেনের বিভিন্ন অনলাইন গণমাধ্যম।
ভারতে পৌঁছার পর শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বরিস জনসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে বরিস জনসনের প্রথম ভারত সফর। গত বছরের এপ্রিলে তার ভারত সফরের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে মস্কোর ওপর ভারতের নির্ভরতা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটেন। এরই প্রেক্ষাপটে গত মাসে ভারত সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এ সফরের উদ্দেশ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এবং ব্যবসা, প্রতিরক্ষা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ব্রিটেনের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনা করেনি ভারত। এমনকি জাতিসংঘে ওই আগ্রাসনের বিরুদ্ধে আনা প্রস্তাবে নিন্দাও জানায়নি। ঠিক এমন পরিস্থিতিতে ভারত সফরে যাচ্ছেন বরিস। সেখানে তিনি দুদেশের গুরুত্বপূর্ণ শিল্প খাতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিতে পারেন। একইসঙ্গে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতার ঘোষণাও দিতে পারেন।
ভারত সফর সম্পর্কে বরিস জনসন বলেন, যেহেতু রাশিয়ার মতো স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের কারণে আমাদের শান্তি ও সমৃদ্ধি হুমকিতে, তাই গণতান্ত্রিক ও বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। ভারত হলো বড় অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। ব্রিটেনের মূল্যবান কৌশলগত অংশীদার হিসেবে ভারত পাশে থাকবে বলে আশা করা যায়।
আরএইচ